Ar Aisho Na আর আইসো না By Samz Vai Bangla Song Lyrics

Ar Aisho Na আর আইসো না By Samz Vai Bangla Song Lyrics
Ar Aisho Na আর আইসো না By Samz Vai Bangla Song Lyrics

Song Name: Ar aisho na(আর আইসো না)
Singer:Samz Vai
Lebel: BDRong99 লিরিক্স

Ar Aisho Na আর আইসো না By Samz Vai Bangla Song Lyrics

একটা সময় খুব ভালোবাসছিলাম
এখন সবই মাইনা লইছি
তোমারে ভাইবা কত চোখের জলে বুক ভাসাইছি
করছো কত তালবাহানা
হাসি মুখে সইয়া গেছি
রাজকুমার  সব সৃতি গুলা
হৃদয় থেইকা মুইছা ফেলছি

এদিকে আমার মেঘলা আকাশ
তুমি সাথে রং সাজে
আমার দেহ হচ্ছে শীতল
তোমার নূপুর বাচ্ছে
তুমি আছো কত হাসি খুশি  সব খবরই আসে
হে আজ অন্য কেউ তোমার চোখে চোখ রাখিয়া হাসে

আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা
আছো তুমি সৃতি হয়ে আর দেয়ালের ছবিটা
কেনো মাঝে  মাঝে হাত ছানি দাও
গবির ঘুমের স্বপ্নে
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে...তুমি
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে.

একটা সময় খুব ভালোবাসছিলাম
এখন সবই মাইনা লইছি
তোমারে ভাইবা কত চোখের জলে বুক ভাসাইছি
করছো কত তালবাহানা
হাসি মুখে সইয়া গেছি
রাজকুমার  সব সৃতি গুলা
হৃদয় থেইকা মুইছা ফেলছি

সে কি আমার মতো হাসি খুশি রাখে তোমাকে
ভালোবাসে এমনি করে
হবে না কেউ আমার মতো লিখে রাখো পাজড়ে

আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা
আছো তুমি সৃতি হয়ে আর দেয়ালের ছবিটা
কেনো মাঝে  মাঝে হাত ছানি দাও
গবির ঘুমের স্বপ্নে
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে...তুমি
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে

আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা
আছো তুমি সৃতি হয়ে আর দেয়ালের ছবিটা
কেনো মাঝে  মাঝে হাত ছানি দাও
গবির ঘুমের স্বপ্নে
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে...তুমি
আর আইসো না আর আইসো না
এই অভাগীর মনে!

Ar Aisho Na By Samz vai Lyrics:- 


Ami Gaibo Na Gan Tomay chara...
likhbo na to kobita...
acho tumi srithi hoye ar deyaler cobita...
keno maje maje hat chani daw...
ghobir ghumer sopone...
Ar aisho na r aiso na...
ei ovagir mone tumi...
R aisho na ar aisho na...
ei obagir mone...

Note: - Please contact the song owner to download the song audio and video or Mp3 64kbps 320kbps 128kbps.