ভালোবাসার কবিতা SMS (Valobashar Kobita Or SMS) for you

ভালোবাসার কবিতা SMS (Valobashar Kobita Or SMS) for you

বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন!
আজকে ভালোবাসার একটি গরম কবিতা শেয়ার করছি, নতুন ভালোবাসার কবিতা!
মেয়ে পটানোর Tips হিসেবে এটির কার্য ক্ষমতা ৬৬%।
SMS করুন প্রিয় মানুষ কে পটিয়ে ফেলুন নিমিষেইই!
ভালোববাসার কবিতা ২০২০ Special (Valobashar Kobita Or SMS 2020)

কবিতাটি ১০০% Unique!
কারু থেকেই কপি করা নয়।
নিজের যোগ্যতায় লিখেছি আপনাদের জন্য।
তাই কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

(Bangla Valobashar Kobita)

তুই আমার ভালোবাসা সোনা ময়না পাখি
ঘুমের ঘরে সপ্নে গেলেও তুমাই শুধু দেখি।
সেই সকালে ভাঙা ঘুমেই তর দুটি আখি!
আমার মনে ভাসে বন্ধু মইরাযামু নাকি?

প্রতি রাতে তর কথা ভাবিতে নাহি চাই।
তুবুও আমার মনের মধ্যে করে নিলি ঠাই,
ঘুমের ভিতর সপ্ন মাঝে প্রতিটি রাতে হায়।
আসো তুমি পরি সেঝে আমার অন্তরায়,

তর জন্য প্রতি রাতে আমার সপ্নদোষ।
বেরিয়ে যায় শক্তি আমার থাকে নারে হুস,
তুমায় ভালবাসি আমি জানে কাঠাল গাছ।
ভাল না বাসিলে আমায় তর সর্বনাস।

দেখলে তরে গরম করে, সাথে অনেক সরম।
আমার মনহয় তুমার বুকের, গুস্ত অনেক নরম।
ভাল লাগার অনুভুতি, তুমার শরির জুরে,
বিয়ে আমি করবো তাই সাঝিয়ে তুমায় নুরে!

তুমার জন্য আম গাছে রেখেছি অনেক আম,
বিয়ে করে খাওয়াবো তুমায় তিতা তিতা জাম।
ভালো না বাসিয়া মুরে দিও নাকো ফাম।
তুমার সাথে আমার আছে হরেক রকম কাম!

হারিয়ে যাওয়া সুন্দর বনে তুই সোনার হরিন।
তরে দেখে মন আমার করে তিড়িংবিড়িং!
যৌবন এর অই ফুল বাগানে তুই বেলি ফুল।
তর কাছে ভ্রমর আছে আমি ব্যাকুল,,,

ভালোবাসার কবিতা (Valobashar Kobita Or SMS) আজ এই পর্যন্তই।
ধন্যবাদ।