বেকার জীবন নিয়ে বাংলা কবিতা লিখেছেন মিজান (মন ভাল হয়ে যাবে)

বেকার দের জন্য আজকের কবিতা লিখলাম,
আমি মিজান আধুনিক কবিতার ছন্দে যা লিখি ভালো আর মন্দে বুজবে না কোন অন্ধে, বুজেছ যদি মানে মন্তব্য হবে মনের টানে। নিচের খালি বক্স এর স্থানে।
(Bekar jibon mon valo korar bangla kobita)
(Bekar jibon mon valo korar bangla kobita)বেকার জিবন

বন্ধুরা আমাদের দেশে শিক্ষিত হওয়া কিছুটা অভিশাপ এর মতো।
শিক্ষিত বেকার গুলা অনলাইনে ভালোবাসা খুজে পায়।
তাই আজকে তাদের নিয়ে আমার লেখা নতুন এই লিরিক্স অথবা কবিতা।
নিজের দক্ষতা দিয়েই গান বা কবিতা লেখার চেষ্টা করি।
তাই কেউ কপি করলে আমাকে জানাবেন এবং আমার নাম এর (মিজান) সম্মান দিয়ে নিবেন।

বেকার জীবন নিয়ে বাংলা কবিতা লিখেছেন মিজান (পড়লে মন ভাল হয়ে যাবে)

♥ জন্ম আমার এই দেশে ভাই নামে বাংলাদেশ,
বেকার হয়ে অপরাধী দরিদ্রতা বেশ।
শিক্ষা আমার অনেক বেশি বই ছিল ভাই নকল,
অন্যের শিখা বানি আমরা শিখে ছিলাম সকল।

নতুন কিছু কে করিবে রাজনৈতির খেলা,
বেকার থাকার এই কারণ মনে বড় জালা।
আমি বন্ধু প্রতিবাদী হলে কি আর লাভ!
পরিবার ও নকল বইয়ে দিতে বলে ঝাপ,

বেকার আমি চাকরি খুজে কষ্ট বরা মনে।
বাড়ি ফিরে খুজে বেড়াই যাবো আমি কনে?
অর্থ আমার প্রয়োজনে খুজি অনেক কাজ,
অবশেষে হারিয়ে ফেলি ভিতরে থাকা লাজ।

সপত মনে চলে যাবো বড় লোকের ঘরে,
সেখানেও কাজ ছিল না বেকার ছিলাম পরে।
অবশেষে চলে এলাম, বিডিরং কাছে,
মিজান ছিল লেখক রে ভাই সান্ত্বনা আছে।

তার কবিতার ফুটে উঠা বেকারত্ব জিবন।
খারাপ মনে ভালো লাগা বেকার কবির মন।
প্রেমে আমার ভয় ছিল ভাই, আমি অনেক বেকার,
তাইতো আমি মেয়ে দেখে হয়ে যেতাম যোকার।

বিদায় বেলায় বলে দিবো বড় লোকের ধন,
বেকারকে দয়া কর, কতো সম্পদ গড় দেখ মন।
বিড়াল কবি লিখেছিলেন এমন কিছুই পেতে,
চুরি করা অপরাধ না ছোট লোকের মতে।
-----------মিজান।