Valobasar Koster Kobita – ভালোবাসার কষ্টের কবিতা 2020 By Mizan Khan নতুন SMS বাংলা ভালোবাসার কষ্টের কবিতা (আমার ডায়রির পাতা) By Mizan Khan
SMS or Poem:- Bangla Valobasar Kobita, koster SMS
Writer:- Mizan Khan
বন্ধুরা অনেকটা কষ্টে আছি! তাই আমি আজ lyrics নয় কয়েকটা কবিতা লিখবো।
ভালোবাসার কিছু কষ্টের কবিতা আজ লিখতে যাচ্ছি।
আমি Mizan Khan ব্লগেই আমার মনের কথা তুলে ধরার চেস্টা করি।
But বন্ধুরা আমি কিন্তু কবিতা কপি করা অপছন্দ করি।
তাই আমি নিজে থেকে কবিতা লিখি!
Ami ekjon দরিদ্র পরিবারের অতি সাধারন, তাই কবি হওয়ার যোগ্যতা নাই।
Tobe ei ব্লগে আপনাদের কাছে কবিতা লিখে নিজেকে হালকা করতে চাই।
আর কথা না বারিয়ে লিখে দিলাম:-
♥আমার ডায়েরির পাতা♥
-----------------------------------------------
আমি লেখেছি যা তা কবিতা!
তুমি ছিলে সে সময় মনের ছবিটা।
আমি অবহেলায় তুমাকে চাই,
তুমি অবুঝ আজ আমি নাই।
আমি হারিয়ে যাবো বহুদূরে।
তুমি খুজবে তবুও অন্য কাওরে!
আমি ভালো বাসি তুমাকে।
তুমি কষ্ট দিয়েছো আমাকে,
আমি লিখেছি আমার ডায়েরিতে,
তুমাকেই চাই হৃদয় সীমান্তে...
আমি দিয়েছি তুমায় যে ফুল।
তুমি ফেলে দিলেও কুড়াতে করিনি ভুল।
আমি রেখে দিয়েছি সেই সুগন্ধ,
তুমি গ্রান নিলে না তা অপছন্দ!
তুমি দেখে নিও যেই শুকিয়ে যাওয়া পাতা।
আমি রেখেছি তার নাম আমার ডায়রির খাতা,
♥শেষ মিনোতি আমার♥
--------------------------------------------------
আড়ালে রয়েছি আমি দেখেছি,
তুমি জানো না হৃদয়ে এঁকেছি।
সপ্নের জগতে তুমি ছিলে সাথি,
জেগে দেখি কেউ নেই দেয়ালে হাতি।
যেখানেই খুজেছি প্রিয় তুমায়,
তুমি সরে গিয়ে একা করেছ আমায়।
দুর থেকে তুমাকে চেয়েছি,
মনে ব্যাথা দেখোনি তা আমি পেয়েছি।
বাতাসের দেয়া আঘাতে পরে যায় কিছু পাতা,
বন্ধু তুমার জন্যে রেখেছি কিছু কথা।
সাগরের ঢেউ কেড়ে নেয় কিছু মাটি,
আমার ভালোবাসা জানি না কতো খাটি।
ভাঙা নদি কেড়ে নেয় কিছু কিছু ঘর
আমি সেই মাটি তুমার করিও না পর!
সাতার কেটে তুমার কাছে আমার আকুতি,
ভালোবাসি প্রিয় ভুলে যেওনা শেষ মিনতি।
::::::::::::::EnD:::::::::::SMS::::::::::::::Poem::::::::::::
SMS or Poem:- Bangla Valobasar Kobita, koster SMS
Writer:- Mizan Khan
বন্ধুরা অনেকটা কষ্টে আছি! তাই আমি আজ lyrics নয় কয়েকটা কবিতা লিখবো।
ভালোবাসার কিছু কষ্টের কবিতা আজ লিখতে যাচ্ছি।
আমি Mizan Khan ব্লগেই আমার মনের কথা তুলে ধরার চেস্টা করি।
But বন্ধুরা আমি কিন্তু কবিতা কপি করা অপছন্দ করি।
তাই আমি নিজে থেকে কবিতা লিখি!
Ami ekjon দরিদ্র পরিবারের অতি সাধারন, তাই কবি হওয়ার যোগ্যতা নাই।
Tobe ei ব্লগে আপনাদের কাছে কবিতা লিখে নিজেকে হালকা করতে চাই।
আর কথা না বারিয়ে লিখে দিলাম:-
♥আমার ডায়েরির পাতা♥
-----------------------------------------------
আমি লেখেছি যা তা কবিতা!
তুমি ছিলে সে সময় মনের ছবিটা।
আমি অবহেলায় তুমাকে চাই,
তুমি অবুঝ আজ আমি নাই।
আমি হারিয়ে যাবো বহুদূরে।
তুমি খুজবে তবুও অন্য কাওরে!
আমি ভালো বাসি তুমাকে।
তুমি কষ্ট দিয়েছো আমাকে,
আমি লিখেছি আমার ডায়েরিতে,
তুমাকেই চাই হৃদয় সীমান্তে...
আমি দিয়েছি তুমায় যে ফুল।
তুমি ফেলে দিলেও কুড়াতে করিনি ভুল।
আমি রেখে দিয়েছি সেই সুগন্ধ,
তুমি গ্রান নিলে না তা অপছন্দ!
তুমি দেখে নিও যেই শুকিয়ে যাওয়া পাতা।
আমি রেখেছি তার নাম আমার ডায়রির খাতা,
♥শেষ মিনোতি আমার♥
--------------------------------------------------
আড়ালে রয়েছি আমি দেখেছি,
তুমি জানো না হৃদয়ে এঁকেছি।
সপ্নের জগতে তুমি ছিলে সাথি,
জেগে দেখি কেউ নেই দেয়ালে হাতি।
যেখানেই খুজেছি প্রিয় তুমায়,
তুমি সরে গিয়ে একা করেছ আমায়।
দুর থেকে তুমাকে চেয়েছি,
মনে ব্যাথা দেখোনি তা আমি পেয়েছি।
বাতাসের দেয়া আঘাতে পরে যায় কিছু পাতা,
বন্ধু তুমার জন্যে রেখেছি কিছু কথা।
সাগরের ঢেউ কেড়ে নেয় কিছু মাটি,
আমার ভালোবাসা জানি না কতো খাটি।
ভাঙা নদি কেড়ে নেয় কিছু কিছু ঘর
আমি সেই মাটি তুমার করিও না পর!
সাতার কেটে তুমার কাছে আমার আকুতি,
ভালোবাসি প্রিয় ভুলে যেওনা শেষ মিনতি।
::::::::::::::EnD:::::::::::SMS::::::::::::::Poem::::::::::::