ভালোবাসার নতুন কবিতা (Valobashar Notun Kobita) লিখেছেন মিজান

ভালোবাসার নতুন কবিতা ২০২০(Valobashar Notun Kobita 2020) Unreleased Valobashar Notun Gan
ভালোবাসার নতুন কবিতা ২০২০ (Valobashar Notun Kobita 2020) লিখেছেন মিজান

ভালোবাসার নতুন গান এর কথা লিখেছেন মিজান
Topic Name: Bhalobashar Notun Kobita (।বাংলা নতুন গানের কথা
Writer: Md Mizan Khan
Label: Bangla Kobita

  বন্ধুরা আসছে নতুন বছর ২০২০ এর অনেক নতুন ভিডিও অডিও গান সাথে ডাউনলোড এবং লিরিক্স বা গানের কথা।

কবিতা থেকে গান এটা আমাদের মানতে হবেই।
তাই আমি 2020 Notun kisu Kobita লিখে দিতে চাই।

ভালোবাসার কবিতা ২০২০
Valobasar Kobita 2020
♥==============♥
খাচার পাখি যায় রে উইড়া দরজা ভাঙিয়া,
লাভ হইবো কি তারে ধইরা বাইন্দা রাখিয়া।
আমি দিবানিশি দেখিতায় তারে বন্ধি করিয়া
দিলের খাচায় রাখছিলাম ওরে মনো প্রান দিয়া,

ভাল্লাগেনা খাচা টা তার গেলি উরিয়া
আমি কি করে রাখি বন্ধুরে ফিরাইয়া
অন্তরের পাজরে বন্ধি রাখিয়া,
পোষ মানাইতে পারলাম নারে অরে রসিয়া।

আমি কি করে আর ফিরে পাবো পাখি তরে
খুজে বেড়াই আমি ছুটে বেরিয়ে সমুদ্র ধারে।
পাখি তুই উরে গেলি ফিরেও চাইলি না,
আমার কতো কষ্ট ছিলো বুজেও বুজলি না

ও তুই অন্য কাউরে পাইয়া দুরে বাধলি সুখের বাসা
খুইজা মরি আমি একলা পাইনা কোন আশা,
পাখি তুই আমারে একদিন দিয়েছিলি কথা,
বুঝেছিলাম আমার মনে দিবি না আর ব্যাথা।

তবুও আমায় ছাইড়া বন্ধু দিলি রে তুই উড়াল
আমার বুকের মদ্যে খানে মারলি রে তুই কুড়াল
শেষ দেখাতে আমি তরে বিদায় জানাই দিলাম,
তরে ছড়া ভালই আছি আলোর পথে এলাম।

বন্ধুরা কবিতাটা বা গানের কথাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।
এটি নতুন গানের Unreleased লিরিক্স।