Bangla Kobita (বাংলা কবিতা) ভালোবাসার SMS

2020 Saler Sera Bangla Kobita or SMS (২০২০ সালের সেরা বাংলা কবিতা SMS) ভালোবাসার শয়তান 

প্রিয় বন্ধুরা,
আমি মিজান খান।
কবিতাটি ২০১৯ সালে প্রথম লিখেছিলাম।
এই কবিতাটি জন্য আমি ছোট খাট নোবেল পুরষ্কার পেয়েছি।
এটা ২০২০ সালের সেরা বাংলা প্রেমের কবিতার পাতায় রেখে দিতেই আজকের আয়োজন।

ভালবাসার শয়তান
=================
বন্ধু তুমি আমার কাছে,
ছিলে কতো সময়।
তুমার জন্যই আজ আমি,
১২টা পর্যন্ত ঘুমাই।

আবেগেরই অংশে তুমি,
দিয়েছিলে দাগ।
একলা ঘরে ঘুমাই আমি,
ডাকি কতো নাক।

স্কুলের সময় রাস্তা ঘাটে,
বুকার মতো ছিলাম।
মনে করে সে দিন আমি,
অনেক হেসেছিলাম।

জানি আমি ভালোবাসা,
মিথ্যে পুতুল খেলা।
সেই খেলাতে সময় গেলো,
আমার ঘরে তালা।

বন্ধু তুমার বিয়ে হলো,
আমি ছিলাম কোথায়?
না জানিয়ে করলা বিয়ে,
কাদা ছিল জুতায়।

জানি আমি অন্যের ঘরে,
রাত কাটাও তুমি,
মনে হলে গভির রাতে করি অনেক ভুমি।
আমার সাথে ছিলে তুমি,

অল্প সময় করে,
সারা রাত কেমনে থাকো এখন অন্যের ঘরে।
বিদায় বেলায় দুয়া করি,
তুমার হবে বাচ্ছা!
ডাকবে ওরা মামা আমায়,
হয় যদি তুর ইচ্ছা।
--------মিজান।

সাথে আরেকটা নতুন কবিতা রচনা করতে চাই।
আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে।
2020 Saler Sera Kobita (২০২০ সালের সেরা কবিতা) ভালোবাসার শয়তান

ভালোবাসার টান
===============
আমি সপ্নে দেখি যারে
আসলে কি পাবো তারে
তবুও ত সপ্ন দেখি বারে বারে 
সে কি ভালোবাসে মুরে 
আমি ত তার থেকে দুরে
তার পিছে কতো মানুষ ঘুরে
কি করে পাব আমি তারে
সে তো তাখিয়ে অন্যের ঘারে
আমি তো আর পারছি নারে
দুঃখ বলিবো কারে
মন টা কেউ কি বুঝতে পারে? 
নারে নারে নারে...
বিদায় দিলাম তরে। 
---------মিজান

Koster kobita 2020

২০২০ সালের এই নতুন কবিতা বা এস এম এস টি।
আমি চেষ্টা করি, কবিতার ছন্দ যেন ভালোবাসার আবেগে আঘাত করে। মানুুষ এর হৃদয় যেন আরু কোমল হয়।

তাই কবিতার ছন্দে তালে তালে ভাব প্রকাশ করেই এগিয়ে নিয়ে যাই। সব দুুঃখ, ভালোবাসা আর কস্ট।