Bengali Poem in Bangla Fonts – Eka Eka Lage (একা একা লাগে) by Mizan

This is new Bengali Poem in Bangla Fonts – Eka Eka Lage (একা একা লাগে) by Mizan Khan

If you are searching for Bengali poetry on the internet.  Then this topic is for you.  I hope that poem number 76 in Mizan Khan's writing is very good to you.
Bengali Poem in Bangla Fonts – Eka Eka Lage (একা একা লাগে) by Mizan

আপনি যদি ইন্টারনেটে বাংলা কবিতার জন্য অনুসন্ধান করে থাকেন। তাহলে এই টপিক টি আপনার জন্যই। মিজান খান এর লেখায় ৭৬ নাম্বার কবিতাটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

Bengali Poem in Bangla Fonts – Eka Eka Lage (একা একা লাগে) by Mizan


হাজারো মানুষের ভিরে 
বড় একা একা লাগে আমার
এই শহরে ধুলোয় বড়া 
মাথায় বিদ্যুৎ উৎপাদিত তার।
এলোমেল চিন্তারা আজ
হারালো কোথায় 
কথা রাখেনি কেউ মনে হয়
সাগরের ঢেউ কেড়ে নিল মন
অজানা ব্যাথা পিড়িত করে
খুলা আকাশের নিচে
আমি অসহায় প্রেমহীন জিবন
কাটা তারে ঘেরা 
হারিয়ে যাই সাদাকালো মেঘে
দেখে না কেউ ব্যাস্ত শহর 
মরে গেলেও বুজে না কেউ
দেহ থাকিবে না অল্প সময়
জিবন এক ভুলে যাওয়া মরন
সরন করে যাও রে মন
সারাক্ষণ কষ্ট ভুলে মৃত্যুর কুলে
ঢলে পড়ে সরনে রাখিও দয়াময় 
পরম ক্ষমাশীল যিনি এক 
শরিক নেই যার তিনি বিধাতা 
সৃস্টির সেরা মোরা তাঁরি সৃজন।
একা একেলা মন বুজিবে যখন
জিবন করিবেনা তা অতিক্রম 
যতই আকরে ধরি দুনিয়ার দড়ি    
ছিড়ে যাবে কখন বলিবে কে!
কেউ তা জানেনা জিবন সীমানা   
যিনি মহান রিযিকদাতা তার জানা
অত্যাচার করিও না মনো
চেয়ে দেখিও রং-ধনু সবই তার দান
সরন করিও মানুষ্য প্রজাতির 
হারিয়ে যাওয়া প্রান।    
----------------মিজান

৭৬ নাম্বার কবিতাটি, কবিদের মতো কঠিন বাংলা ভাষায় লিখার চেষ্টা করেছি। আশা করি একটু যত্নসহকারে পড়ে নিবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে।