This topic About of Corona Virus er Bangla Kobita – করোনা ভাইরাস নিয়ে বাংলা কবিতা by Mizan Khan 2020
Hello Friends,
This poem about the Corona virus. Today's poem will be composed in rhyme rhythm with the way Corona virus is saved, and what causes the virus to spread.
করোনা ভাইরাস নিয়ে আজকের এই কবিতা। করোনা ভাইরাস থেকে কি ভাবে বাচা যায়, এবং কি কি কারনে এই ভাইরাস ছড়ায় তাই নিয়ে আজকের কবিতায় ছন্দে ছন্দে কাব্য রচনা করা হল
করোনা ভাইরাসের ইসলামিক ছন্দ কবিতা
করোনা ভাইরাসের ইসলামিক ছন্দ কবিতা
Corona Virus er Bangla Kobita – করোনা ভাইরাস নিয়ে বাংলা কবিতা by Mizan
---------ভাইরাস করোনা----------
চায়নায় এসেছিল ভাইরাস করোনা
বিধাতার শক্তির রেখো তুমি ধারণা।
ইসলাম বিধানে নারীদের পর্দার
অপমান করেছিলো চাইনার সরকার।
অবশেষে হিন্দু বৌদ্দ মুসলমান
মাস্ক মুখে দেখা গেলো পর্দার কতো দাম
কর নাকো অন্যায় শান্তির ইসলাম।
খেয়েছিলে ইদুর সাথে ছিল বাদুড়
হারাম খাবার খেয়ে তুমি হলে বাহাদুর।
করোনা ভাইরাস অন্যায়ের রাজা
প্রতিবাদ না করিলে পাবে তুমি সাজা।
অন্যায় দেখে তুমি যদি থাকো নিরব
মেনে নিও শাস্তি দিয়ে যাবে রব।
অন্যায়ের প্রতিবাদ নাও তুমি শিখে
তা না হলে মরে যাবে জাহান্নামের দিকে।
কিছু কিছু মাস্টার দেখেছিলাম কলেজে
পর্দাকে ঘৃনা করে খুলে নিতে বলে যে।
করুন সেই দৃশ্য পেরা দেয় আজো মনে
প্রতিবাদ করিতে পারিনি সেই ক্ষনে।
শরিক হলাম পাপি হলাম মাফ কর খুদা
তুমার দেওয়া জীবন এটা রোগ অযথা।
-----------------মিজান
করোনা ভাইরাস ২০২০ (Korona Viras 2020) নিয়ে লেখা এই কবিতা টা আপনার কাছে ভালো লাগলে একটা কমেন্ট করবেন।
বিঃদ্রঃ- করোনা ভাইরাস থেকে ভালো থাকতে চাইলে আল্লাহর উপর ঈমান রেখে, সকল নিয়ম মেনে চলুন। উপরে ভাইরাস থেকে বাচার দোয়া দিয়েছি। এছাড়া সব নিয়ম মেনে চলতে হবে।
অন্যায়ের প্রতিবাদ করতে হবে, করোনা ভাইরাস থেকে বাচতে, নিজের বাড়ি থেকে বের হওয়া যাবে না। এবং পরিবারের অন্যদের বাইরে যেতে দেওয়া যাবে না। যারা বেশি ঘুরা গারি করে তাদের কাছে ভুলেও যাওয়া যাবে না। আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের জায়গায় থাকা জরুরি।