'Ramadan 2023' রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া ২০২৩

 'Ramadan 2023' রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া | আরবি এবং বাংলায়| আজকের টপিকে দেখতে পাবেন - রমজান 2023: রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া | আরবি এবং বাংলায় - Islamic Tips for Ramadhan 2023

Ramadan is very important for any muslims in Bangladesh. So, 'Ramdhan' er Rojar Dua also important for all muslim people’s in this country. 'Ramadan' রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া | আরবি এবং বাংলায় | Rojar niyot o sehri, iftarer duya Arabic & Bangla Translated. So, all muslims brothers. Happy Ramadan Mubarak 2023.     

স্বয়ং আল্লাহ তাআলা আমাদের পবিত্র রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন।  প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ ও মহিলাদের জন্য রোজা ফরয।  রোজা রাখলে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়ার আশীর্বাদ লাভ করে।

  • Roja Rakhar dua in Arabic 
  • rojar niot in bangla
  • iftar niyat bangla
  • rojar niyot
  • sobe borat rojar niyot
  • Romjan maser rojar niyom
  • shab e barat rojar niyot
  • roza rakhar dua bangla
  • Romjaner রোজার নিয়ত
  • ফরজ রোজার নিয়ত
  • foroz rojar niyot in Bangla 

রমজান 2020: রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া | আরবি এবং বাংলায়

  রোজার বিষয় সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ!  তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে;  যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর নির্দেশিত হয়েছিল;  যাতে আপনি তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জন করতে পারেন।  (সুরত আল বাকারা: আয়াত-183)


  রমজানের রোজার জন্য অবশ্যই সাহরি করতে হবে।  হাদিসে পাক প্রিয়নবী সাহরি নেওয়ার আহ্বান জানিয়েছেন।  সময় মতো ইফতার করার আহ্বানও জানান তিনি।

হজরত আমর ইবনুল আস (রা।) বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমাদের রোজা এবং ইহুুদিদের রোজার মধ্যে পার্থক্য, (অর্থাৎ মুসলমানরা সাহরি খায় এবং ইহুদি ও খ্রিস্টানরা সাহরি খায় না)।  '(মুসলিম, নাসাঈ))

  রোজার ক্ষেত্রে যেমন সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ, তেমনি রোজার নিয়ত ও ইফতারের নামাযও।  সাহরি খাওয়ার পরে রোজা রাখা জরুরী।

রমজান 2020: রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া | আরবি এবং বাংলায়:

2020 Saler Romjan Mash:

রোজার নিয়ত:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ইফতার করা

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

ইফতারের পর আল্লাহর শোকরিয়া আদায় করে দোয়া পড়া

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহরির পর নিয়ত করা, ইফতারের আগে তাওবা-ইসতেগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শোকরিয়া আদায় করে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।