Kortobbo Song lyrics (কর্তব্য)by Tabib Mahmud | Bangla New Rap Song

Kortobbo Song lyrics (কর্তব্য)by Tabib Mahmud | Bangla New Rap Song 2020 mp3 audio lyrics download   


Kortobbo song lyrics is new rap song 2020. This song is sung by Tabib Mahmud. Lyrics created by Tabib. Download Kortobbo by Tabib Mahmud mp3 song lyrics in Bangla and English.                

Song : Kortobbo
Artist : Tabib and AK Hasan
Lyrics: Tabib Mahmud
Music: L.M.G BEATS
DOP: Raihan Uddin
Directed By Tabib Mahmud

Kortobbo Song lyrics (কর্তব্য)by Tabib Mahmud | Bangla New Rap Song lyrics in bangla: 


সংসার প্রয়োজন মিটে গেছে সব যার
হাতে তিন চার লাখ টাকা অতিরিক্ত 
হাজারে পচিশ টাকা বছরে হিসেব করে
গরিবকে দিয়ে দেয়া তার তো দায়িত্ব 

পালন করাকে বলে যাকাত আদায় হলে
সমাজ থেকে এই অভাব বিদায় নিলে
ধনি গরিবের মাঝে ব্যবধান ঘুচে যাবে
মুছে যাবে দুখ পাব নতুন এক যুগ যাতে

দুর্দশা থাকবে না কেউ আর কাদবে না
কেনো এই কথাগুলো বিজ্ঞরা বলছে না
থানকুনি পাতা ধুয়ে পানি খেয়ে লাভ নাই
কোটি কোটি টাকার আজ কানাকড়ি দাম নাই

কিনছে না বিশ্বের তেল আজ সস্তায়
সন্তান ফেলে গেছে জননীকে রাস্তায়
যেনো আজ পৃথিবীটা হাসরের ময়দান
সম্পদ কোলে নিয়ে বসে আছে শয়তান

দশের লাঠি একের বোঝা 
সবাই এগিয়ে এলে সবই সোজা [২]

সরকারি কথা সব ফিউচার টেন্স এটা
সাধারণ সেন্স বলে এই হবে সেই হবে
প্রথাগত এই সব পুরাতন কথাগুলো
অন্তত এইবার ঝেড়ে ফেলো ছুড়ে ফেলো

বিভিন্ন জেলা থেকে তরিতরকারি এনে
বস্তিতে বিলি করো নতুবা পচবে তা
ভাসমান পথশিশু অসহায় মানুষের
ওয়ার্ডে ওয়ার্ডে করো খাওয়ার ব্যবস্থা 

সরাসরি কৃষকের কাছ থেকে সরকার 
এই সময়ের ধান কেনা খুব দরকার
নতুবা ঠকবে চাষি চালকল মালিকের
সিন্ডিকেটের কথা জানা আছে সকলের

চেষ্টায় সমাধান বিশ্বাসে মুক্তি
যুক্তিতে কথা বাড়ে, একতায় শক্তি
যদি বলো টাকা নাই, তবে হবে অবিচার 
যাকাতের টাকা সব গরিবের অধিকার

দশের লাঠি একের বোঝা 
সবাই এগিয়ে এলে সবই সোজা [২]

এই ক্রান্তিলগ্নে যারা দিচ্ছে সেবা তারা
পুলিশ, আর্মি, র‍্যাব, ডাক্তার বিজিবি
সেচ্ছাসেবী তারা প্রমাণ করেছে আজো
মানবতা বেচে আছে মরে নাই পৃথিবী

তোমাদের অবদান ইতিহাসে লেখা হলো
শুধু অনুরোধ ঐ চোরগুলো মেরে ফেলো
অনুদান করেছে যা সরকার বরাদ্দ
এই গুলো লুট করা রাষ্ট্র বিরুদ্ধ

যুদ্ধের ময়দানে যারা করে গাদ্দারী
তাদের বন্দি করা যুদ্ধের শর্ত 
এবারের সংগ্রামে চালচোর রাজাকার
ওদের জন্য খুরো কবরের গর্ত

সরকারি অর্থ ও যাকাতের টাকা নিয়ে
পুলিশ আর্মি র‍্যাপ বিজিবি সমন্বয়ে
ঘরে ঘরে ত্রান দাও দারিদ্র্য দূর হোক
ক্ষুধার থেকে বড় নেই কোনো দুর্ভোগ।

দশের লাঠি একের বোঝা 
সবাই এগিয়ে এলে সবই সোজা [4]

Tabib Mahmud all Bangla Rap song lyrics coming soon. So Saty with us.
Thanks all.