পৃথিবী আমার আসল ঠিকানা নয় 2016 গজল লিরিক্স ইসলামিক গান ২০১৬ লিরিক্স

২০১৬ সালের গজল লিরিক্স - 2016 Top Gojol Lyrics - পৃথিবী আমার আসল ঠিকানা নয় 2016 গজল লিরিক্স ইসলামিক গান ২০১৬ লিরিক্স

পৃথিবী আমার আসল  ঠিকানা নয়
মতিউর রহমান মল্লিক
======================
পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। (২বার)
মিছে এই জীবনের রংধনু সাত রং, (২বার)
মিছে এই দুদিনের অভিনয়।
...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই ক্ষমতার দন্দ,
মিছে গান কবিতার ছন্দ। (২বার)
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, (২বার)
মিছে এই জয় আর পরাজয়।
...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
★সমাপ্ত★

ইঞ্চি ইঞ্চি মাটি 
-মুহিব খান
================
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে
খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও
তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে
খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি
কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের
ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে
জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে
দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য
আমি জীবন দিয়েছি কোরবান।
চারোদিকে দুশমন ভেঙ্গোনা
ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের
হুংকারে পরাজিত করো শত্রুকে
চারিদিকে গাদ্দার ভিনদেশী
রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে
সকল মীরজাফর বিদেশী
গোলামচর রুখতে তাদের আজ হবে।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে
দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার
জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
শান্ত মাটির নিচে এখনো
ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া
সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী
আসে মুজিব ওসমানী ও জিয়া
শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন
বেশে সবুজ লাল পতাকা উড়ে
সময়ে ঝড়ের বেগে চেতনা
উঠবে জেগে পনের কোটি অন্তরে।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ অম্লান
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই
মিলে মাতৃভাষার সম্মান
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ চিরমহান
এ মাটির বুক হতে বাজবে
সারা জগতে বিশ্ব মানবতার গান।
অনেক দামের দেশ রক্ত ঘামের
দেশ মায়ার বাধন বড় বেশী
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান
সকলেই তো বাংলাদেশী
কেন তবে সংঘাত কেন কিসের
বিবাদ ভাইয়ে ভাইয়ে রাখ হাত হাতে
সমরে বক্ষপাতি হয়েছি
শ্রেষ্ঠ জাতী নজির দেখাও দুনিয়াতে।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার
চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য
আমি জীবন দিয়েছি কোরবান।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে
খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও
তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে
খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও
তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া
ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন
 বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে
দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ
তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার
জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
★সমাপ্ত★
এলবামঃ "ইঞ্চি ইঞ্চি মাটি"

হৃদয় জুড়ে তোমারি প্রেম..
- কলরব শিল্পীগোষ্ঠী
হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে,(৩)
কোন সময় আমি যেন.. (৩) ভুলিনা তোমারে। (ঐ)
প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়,
তুমি ছাড়া অন্য কেহ অতো আপন নয়। (৩)
তাইতো সবার আগে.. খুঁজেছি তোমারে। (ঐ)
যখন আমার কেউ ছিলো না,তখন ছিলে তুমি,
যখন আমার কেউ রবে না, তখনও রবে তুমি।(৩)
চাই প্রভু আমি... হারাতে তোমারে....। (ঐ)
আমার হৃদয় দাও ভরিয়ে, তোমার আলো দিয়ে।
দুঃখ যত দাও ঘুচিয়ে, তোমার রহম দিয়ে। (৩)
আপন করে নাও.. প্রভুগো আমারে....। (ঐ)
★সমাপ্ত★

কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি
- (কলরব শিল্পীগোষ্ঠী)
কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি
কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী (৩)
বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতার অধীন (২)
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন
কে দিয়েছেন সাগর নদী ভরা এতো জল...?
কার ইশারায় অনন্তকাল পাহাড় অবিচল..?(২)
কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভী ছড়ায়..?
মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়...?
কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)
কে দিয়েছেন মুখের ভাষা, কণ্ঠ ভরা সুর...?
জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদূর..?(২)
কে পাঠালেন পথ দেখাতে নবীয়ে রহমাত..?
কার করুণায় আমরা পেলাম ঈমানী দৌলত..?
কে দিয়েছেন জীবন বিধান কুর'আনুল কারীম..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)
- কলরব শিল্পীগোষ্ঠী