করোনা আপডেট : Corona Virus Er Obosta (করোনা ভাইরাস এর অবস্থা) Korona Updates in Bangladesh

করোনার আপডেট: Corona Virus Er Bortoman Obosta in BD-(করোনা ভাইরাস এর বর্তমান অবস্থা) Korona Vairas Update in Bangladesh

Corona Virus is a direct Problem for Bangladesh. করোনা ভাইরাস এর অবস্থা বাংলাদেশের জন্য এখনো কোন ভালো খবর না।

  • Korona Bairas er Updates 
  • Korona Vairas er Bangla Update
  • Corona Virus update in Bangladesh 
  • করোনা আপডেট নিউজ
  • করোনা ভাইরাস সর্বশেষ আপডেট         
Corona Virus Er Obosta Grap (করোনা ভাইরাস এর অবস্থা) Korona in Bangladesh
Corona virus effected in Bangladesh Map Graph:
  
Korona Virus News যারা দেখেন তারা জানেন এটা কি করে বাড়ছে। এখন এই করুনা ভাইরাস প্রতিদিন ৪০০-৬০০ করে বাড়তেছে। তবে আস্তে আস্তে এটি আরু বিপদজনক হতে যাাাচ্ছে এতে সন্দেহ নেই।

বর্তমানে ১/৫/২০২০ এর গণনা অনুযায়ী Bangladesh এ মোট রুগি হয়েছে ৭ হাজার ছয়শত ৬৭ জন। এর মধ্যে মারা গেছে ১৬৮ জন। এবং ভালো হয়েছে ১৬০ জন মাত্র। 

লক্ষ করলে দেখা যায় মৃত্যুর হার বেশি। 
তাই এই রুগি মরে যাওয়ার সম্ভাবনা ৫০% এর উপরে। 
বাংলাদেশের মানুষ যদি আরু সচেতন না হয়।
তাহলে এই করুনা ভয়াবহ রুপ ধারন করবে।

কারন আমেরিকার মতো দেশের এখন সবচেয়ে জঘন্য এবং ব্যতাল অবস্থা। 

আল্লাহ আমাদের ভালো রাখুক, আমরা যেনো পাপ কাজ না করি। বলা যায় না এই korona ভালো হবে কখনো। যারা মনে করছে, এই রুগ চলে যাবে তারা কি দেখে না! কতটা বেশি হারে এই করোনা ভাইরাস বিস্তার লাভ করে যাাাচ্ছে। 

করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে, যারা ইমু ব্যবহার করেন, ইমু Story লক্ষ করুন। আপডেট পেয়ে যাবেন। 

এছাড়া যারা Uc Browser ব্যবহার করেন তারা ব্রাউজার এ প্রবেশ করলেই আপডেট দেখতে পাবেন। 
এবং যারা টিভি দেখেন তারা আপডেট দেখতে Somoy Tv তে চোখ রাখতে পারেন। 

এবং Corona Virus er আপডেট যারা মোবাইলের ফেসবুকে পেতে চান 
তারা বাংলাদেশের ভিবিন্ন নিউজ পেজে লাইক দিয়ে রখুন। এবং নিত্য নতুন গান, লিরিক, কবিতা টিপ্স আপডেট পেতে BDRong99 lyrics  সাইট এর সাথেই থাকুন। 

আজকে এখেনেই সমাপ্ত করছি।   
ধন্যবাদ সবাইকে।