এসো নারী এসো গজল লিরিক্স (Esho Nari Esho Gojol Lyrics) by Mohib Khan

এসো নারী এসো গজল লিরিক্স (Esho Nari Esho Gojol Lyrics) by Mohib Khan  

এসো নারী এসো mohib khan gojol Update on 2020.
-মুহিব খান
===============

এসো নারী এসো লিরিক (Esho Nari Eso) gojol lyrics is Old Islamic song in time 2016. This gojol song is sung by Mohib khan.
   
এসো নারী এসো স্বর্গেরই পথে
নরকেরও পথও ছাড়ি।
ভগ্নী প্রেয়সি ও জননী আমার
(চির মহিয়সি নারী ) >২বার
যেদিকে অশ্লীলতা, নগ্নতা, উগ্রতা
সেদিকে যেওনা যেওনা...
ভুলে ধর্মের ভীতি, ছেড়ে সমাজের নীতি
প্রগতি চেওনা চেওনা...
লাভ কি অযথা ঘুরে,পথে পথে দ্বারে দ্বারে
তুমি যে ঘরের ফুলদানী।
নারী উদাসীন হলে সে ঘরে আগুন জ্বলে।
হয়োনা হয়োনা অভিমানী।
তুমি তো মায়ের জাতি, সংসারে চির সাথী
এসে অবদান রাখ তারি। ঐ
জীবনে চলার পথে,এসো চলি এক সাথে
মিলে মিশে করি সমঝোতা।
আমিও চাই তোমার, চিরায়ত অধিকার
নিরাপত্তার স্বাধীনতা।
পুরুষের অধিকার, সেটাতো নয় তোমার
রয়েছে কিছুটা ভিন্নতা. . . .
যেমন রয়েছে মনে,কন্ঠে,দেহে, গঠনে
আছে চলনের স্বকিয়তা।
ভেবো না পুরুষ জাতি, করেছে তোমার ক্ষতি।
বুকে হাত দিয়ে বলতে পারি। ঐ
পুরুষেরা নেবে সয়ে,সকল আঘাত গায়ে
নারী রবে চির অক্ষত
পুরুষ চির কঠোর, নারী চির সুমধুর
জলে ভেজা গোলাপের মত...
নারী পুরুষের জোড়ে, দুদিকের চাকা ঘুরে
ছুটে চলে জীবনের গাড়ী
একি মুদ্রার তারা এপিঠ ওপিঠ যেন
পুরুষ দিবস রাত নারী...
অযথা পুরুষ সেজে মেরোনা নিজেকে নিজে
নারী গো তোমার পায়ে পরি। ঐ
★সমাপ্ত★
এলবামঃ "দিন বদলের দিন এসেছে"