ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা - ইসলামের ইতিহাস ২য় পত্র


প্রথম অধ্যায়।
ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা

Foundation of Muslim Rule in India

ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা - ইসলামের ইতিহাস ২য় পত্র  

মসনদ সপ্তম শতকের প্রথম ভাগে ইসলামের অভ্যুদয় প্রধান প্রধান শব্দ আরবদের জীবনে মহাবিপ্লব আনয়ন করে এবং মানজানিক।
অচিরেই আরব মুসলমানরা ধর্ম, রাজনীতি, বাণিজ্য 2 ফতুহল বুলদান ও সংস্কৃতির ক্ষেত্রে একটি উল্লেখযােগ্য শক্তি) সমরবিদ্যা হিসেবে পরিগণিত হয়। 

মহানবি হযরত মুহাম্মদ (স)-এর মক্কা-মদিনা বিজয়ের পর ইসলামের সবুক্তগীন সুবাতাস পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) (৬৩৬-৬৩৭ খ্রি.)-এর আমলে প্রথম এবং তৃতীয় খলিফা হযরত উসমান (রা) (৬৪৩-৬৪৪ খ্রি.)-এর (মুহাম্মদ বিন কাসিম) আমলে ভারতীয় উপকুলে দ্বিতীয় অভিযান প্রেরিত হলেও উমাইয়া খলিফা ওয়ালিদের ক্ষমতারােহণের সাথে সাথে মুসলমানদের দিগ্বিজয়ের ইতিহাসে আরও নতুন অধ্যায়ের সংযােজন ঘটে। 

তার সেনাপতি মুসা বিন নুসায়ের সমগ্র উত্তর আফ্রিকা এবং তদীয় সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন অধিকার করেন।

পূর্বদিকে সেনাপতি কুতাইবা মধ্য এশিয়ায় ইসলামের অর্ধচন্দ্র তারকা উডডীন করেন । খলিফা ওয়ালিদের পূর্বাঞীয়
শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সাম্রাজ্য বিস্তারের নেশায় ভারতের সিন্ধু অভিযানে সংকল্পবদ্ধ হন। এ প্রেক্ষিতে ৭১২
খ্রিষ্টাব্দে তরুণ সেনাপতি ও তার জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানগণ সিন্ধুদেশ জয় করেন।
গজনি বংশ, ঘুরবংশ, তুর্কি বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লােদি বংশ এবং শেষ মুঘল রাজাদের শাসনামল ভারতবর্ষে মুসলিম শাসনামল বলে পরিচিত। মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে মুসলিম শাসনের যে বীজ রােপণ
করেছিলেন ১৮৫৭ সালে মুঘল সম্রাট বাহাদুর শাহের ইংরেজদের নিকট পরাজয়ের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে।

এ অধ্যায়ের বিষয়বস্তু মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়: কারণ,
ঘটনা ও ফলাফল।

গজনির সুলতান মাহমুদু: সামরিক অভিযান, চরিত্র ও
কৃতিত্ব 
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন
প্রতিষ্ঠা, চরিত্র ও কৃতিত্ব
পাঠ পরিকল্পনা
> পাঠ-১-৭: মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়:
কারণ, ঘটনা ও ফলাফল
> পাঠ-৮-১৭: গজনির সুলতান মাহমুদ: সামরিক অভিযান,
চরিত্র ও কৃতিত্ব
> পাঠ-১৮-২৫: মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে
মুসলিম শাসন প্রতিষ্ঠা, চরিত্র ও কৃতিত্ব।