S.S.C Pass Bangladesh Railway Job Circular 2020 (SSC পাসে চাকরি)

S.S.C Pass Bangladesh Railway Job Circular 2020 (SSC পাসে চাকরি)  

এস.এস.সি পাস করে যারা চাকরি খুজে বেড়াচ্ছেন, তাদের জন্য এই চাকরি সারকুলার খুবই উপকারী হবে। নিচে থেকে দেখে নিন।

S.S.C পাসে বাংলাদেশ রেলওয়েতে “ট্রেড এ্যাপ্রেন্টিস” পদে ২০,০১০ টাকা বেতনে ৬৭৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০   
S.S.C Pass Bangladesh Railway Job Circular 2020 (SSC পাসে চাকরি)

বাংলাদেশ রেলওয়ে
সিআরবি, চট্টগ্রাম।
নিয়ােগ বিজ্ঞপ্তি
নিয়ােগ বিজ্ঞপ্তি নং - ৫৪.০১,১৫০০.১০৬.০৩.০২৩.১৯/২
তাং- ৩০-০৭-২০১৯খ্রিঃ।
রেলপথ মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা রেলভবন ঢাকার পত্র নং-৫৪.০০.০০০০.০০৭.১১.০১৪.১২-৩৯ তারিখঃ ১৫/০১/২০১৯খ্রিঃ
মহাপরিচালকের কার্যলিয়, বাংলাদেশ রেলওয়ে, সংস্থাপন-৩ শাখা রেলভবন, ঢাকার পত্র নং- ৫৪.০১.২৬০০,০০৬, ১৯.০০২,১৭-৯৭৭ তারি
০৪/০২/২০১৯খ্রিঃ মােতাবেক বাংলাদেশ রেলওয়েতে সরাসরি নিয়ােগযােগ্য নিন্মে বর্ণিত পদে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থে
নি্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ-
বেতন ক্ষেল(টাকা)
টাঃ ৮২৫০-২০,০১০/-
(এনপিএস/২০১৫)
শিক্ষাগত যােগ্যতা
এসএসসি পাশ
পদের নাম
পদের সংখ্যা
০৫-০৯-১৯খ্রিঃ তারিখের বয়স
১।
ট্রেড এ্যাপ্েন্টিস
৬৭৭
১৬-২০ বসর
শতবলী ।
আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইট www, railwav.gov.bd এ পাওয়া যাবে। উক্ত
ওয়েব সাইট হতে আবেদন ফরম এ-৪ সাইজের কাগজে ডাউনলােড করে সংগ্রহ করা যাবে।
১।
সম্প্রতি তােলা ৩(তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি আবেদন পত্র ও প্রবেশ পত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে।
(ক) প্রার্থী বাছাইকালে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
(খ) নিয়ােগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা ( এতিম প্রতিবদন্ধি, মুক্তিযােদ্ধা, মহিলা, আনসার- ভিডিপি, ক্ষুদ্র নূ গােষ্ঠী, সাধারণ ও পােষ্য
কোটা) অনুসরণ করা হবে।
২।
৩।
পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা কোড নং- ১-৫১৩১-০০০০-২০৩১ তে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে
সংযুক্ত করতে হবে।
পরীক্ষার পূর্ণমান ১০০- (লিখিত ৭০ ও মৌখিক ৩০) নম্বর। ৫০% নম্বর পাশ মম্বর হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোন প্রকার দৈনিক ভাতা অথবা যাতায়াত ভাতা দেয়া হবে না।
আবেদন পত্র প্রেরণকালে খামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টতাবে লিখতে হবে। নিয়ােগ সংক্রান্ত সকল
তথ্য রেলওয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
१ ।
14
সরকারী সংস্থা/আধা সরকারী সংস্থায় চাকুরিরত প্রার্থীর দরখাস্ত সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে দাখিল করতে হবে।
ক্ুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে বিবেচিত হবে। আবেদন পত্রে ওভার রাইটিং কিংবা ফুইড ব্যবহার
করা যাবে না।
১০।
আবেদন পত্র আগামী ০৫/০৯/২০১৯খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে "চীফ পার্সোনেল অফিসাব/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি,
চট্টগ্রাম" এর দপ্তরে পৌঁছাতে হবে।
পরীক্ষা চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল বা পদ সংখ্যাক্রাস/বুদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ
১১।
১২।
১৩।
করেন।
কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর
নিয়ােগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের (েমন- শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রভেটার আইডি কার্ড,
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্িযােদ্ধা এবং মুক্তিযােদ্ধাশহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাপুত-কন্যার পুত্র-কন্যা,
রেলওয়ে পােষ্য অবর্তমানে নির্ভরশীল ভ্রাতা-ভ্নী, এতিম খানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃ-গাষ্ঠী, আনসার ভিডিপি, বিশেষ যােগ্যতা
ইত্যাদির সনদ সরকারি নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত) মূল কপি দেখাতে হবে এবং সকল সনদের ১(এক) সেট সত্যায়িত
ফটোকপি জমা দিতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-
কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক
প্রদত্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। পােষ্য সনদের ক্ষেত্রে স্থায়ী পদে কর্মকর্তা/কর্মচারীর চাকুরিকাল নূন্যতম ১৫ (পনের) বছর হতে হবে
এবং অন্য কোন পােধ্য রেলওুয়েতে কর্মরত থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ সংযুক্ত করতে হবে।
১৪।
১৫।
বাংলাদেশ রেলওয়ের মেকানিক্যাল কোড এর এ্যাপিন্ডিক্স-১(i)৩)(বি) ধারার বিধিমতে নির্বাচিত প্রার্থীকে নির্বারিত প্রশিক্ষণ সুচী অনুসারে ৪
বসর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সময় সংশ্লিষ্ট প্রার্থীর কার্যক্রম সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ এ নিয়ােগ বাতিল করার ক্ষমতা
সংরক্ষণ করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমান্তির পর চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্গ হলে টাঃ ৯৭০০-২৩৪৯০/-(এনএসপি/২০১৫) বেতন স্কেলে
স্বী্ড গ্রেড-২ পদের শূণ্যতা স্বাপেক্ষে নিয়ােগ প্রদান করা হবে এবং নিয়ােগকৃত পদের সমন্ষেলে বা নিম্ন স্কেলে পদবী পরিবর্তন করা যাবে না।
১৬।
প্রশিক্ষণ কালীন সময় নির্যারিত ষ্টাইপেক্ষ সহ চিকিসা, টিফিন, যাতায়াত ও রেশন ভাতা প্রাপ্য হবেন। বাড়ীতাড়া, মহার্ঘভাত্া ও উৎসবভাতা
প্রাপ্য হবেন না।
ডাক টিকেটসহ আবেদনকারীর ঠিকানা লেখা দুইটি খাম আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৭।
১৮।
S (19) (211)
(কাজী মােঃ সেলিম)
চীফ পার্সোনেল অফিসার/পূর্ব
বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম।
GD-1990 (10"x4/C)

Thanks all.