Sunre Sujon Ami Boli Je Tore Mp3 Lyrics (শুনরে সুজন আমি বলি) Song by Salma

Rongila Baroi Lyrics (রঙ্গিলা বাড়ই) Salma, H.P Shohag is new Bangla romantic song 2020. This song is sung by Salma & HP Shohag. Download Rongila Boroi mp3 audio song lyrics better quality than Fusionbd Sumirbd.     

Sunre Sujon Ami Boli Je Tore Mp3 Lyrics (শুনরে সুজন আমি বলি) Song by Salma audio download


Full Song Lyrics...
রঙিলা বাড়ই তুই রঙিলা রে,,
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে
শোনরে সুজন আমি বলি যে তোরে
চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে
তোর রূপের জলকে,,
এই মন নিলো পলকে
তোর রূপের জলকে
এই মন নিলো পলকে
তোরে ছাড়া এখন আমি বাঁচি কি করে,

শোনরে সুজন আমি বলি যে তোরে
চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে
মন ভরা ফাগুনে এই রূপের আগুনে
মন ভরা ফাগুনে এই রূপের আগুনে
পুড়ে ছাই হবে তুই থাকরে দূরে
রঙিলা বাড়ই তুই রঙিলা রে
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে,,
এই জীবনে আর কিছু
পাই বা না পাই,,
সুখে দুখে পাশাপাশি
তোকে শুধু চাই
মিষ্টি মিষ্টি কথা বলে
করলে মন চুরি
তোর ভাবনায় দুটি চোখের
ঘুম নিলো কাড়ি
এই জীবনে আর কিছু
পাই বা না পাই
সুখে দুখে পাশাপাশি
তোকে শুধু চাই
মিষ্টি মিষ্টি কথা বলে
করলে মন চুরি
তোর ভাবনায় দুটি চোখের
ঘুম নিলো কাড়ি
তুই যে আছিস আমার হৃদয় জুড়ে,,
তুই যে আছিস আমার হৃদয় জুড়ে
রঙিলা বাড়ই তুই রঙিলা রে,
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

তকে ভেবে পড়লো রং
নীলক দুটি চোখে
আর কতো প্রেমের আগুন
জালাবে এই বুকে
এই হৃদয়ে সারাবেলা
তোরই আসা যাওয়া
তোকে পেলে পূর্ণ হবে
আমার চাওয়া পাওয়া
তকে ভেবে পড়লো রং
নীলক দুটি চোখে
আর কতো প্রেমের আগুন
জালাবে এই বুকে
এই হৃদয়ে সারাবেলা
তোরই আসা যাওয়া
তোকে পেলে পূর্ণ হবে
আমার চাওয়া পাওয়া
তুই যে সুখের প্রদীপ আঁধার ঘরে
তুই যে সুখের প্রদীপ আঁধার ঘরে
রঙিলা বাড়ই তুই রঙিলা রে
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে,,
শোনরে সুজন আমি বলি যে তোরে
চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে
মন ভরা ফাগুনে এই রূপের আগুনে
মন ভরা ফাগুনে এই রূপের আগুনে
পুড়ে ছাই হবে তুই থাকরে দূরে
রঙিলা বাড়ই তুই রঙিলা রে
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে
শোনরে সুজন আমি বলি যে তোরে,,
চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে

লিরিক্স ইংরেজিতেঃ-


Rongila Baroi Tui Ronggila re
Tor Ruper Agune Hridoy Pore
Shonre sujon ami boli je tore
Cad vebe agun niye khelis nare....
Mon vora fagune ei ruper agune
Pure chai hobe tui thak re dure..
Thanks all.