লটকনের চারা কোথায় পাবো | ভালো মানের লটকন চারা কি ভাবে পাবেন দেখুন
লটকন গাছের পাতা কাঠাল পাতার চেয়ে একটু বড় কিন্তু সম্পুর্ন সবুজ রঙের আরু পাতলা টাইপের হয়ে থাকে।
আমার সকল বন্ধুরা আশা করি, ভালো আছেন।
আজকে আমি লটকন চারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। লটকন চারা কোথায় পাবেন, লটকন চারার সঠিক দাম, এবং উন্নত মানের বা ভালো মানের কলম দেওয়া লটকন চারা কি ভাবে চাষ করবেন?
কলম দেওয়া লটকন চারা দেখুন:
কলম দেওয়া লটকন চারা |
সব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন।
জেনে খুশি হবেন যে আমার বাড়ি নরসিংদী, এবং একমাত্র নরসিংদীই হলো মিঠা লটকন বাগানের কেন্দ্রস্থল। নরসিংদী জেলার বেশির ভাগ গ্রামেই বড় বড় লটকন বাগান রয়েছে। জানলে আরু খুশি হবেন যে, আমি সুলতান মিজান খান। আমাদের নিজেরই লটকন বাগান রয়েছে। যে খান থকে প্রতি বছর দেড় থেকে দুই লক্ষ টাকার ফল বিক্রি হয়ে থাকে। মাত্র ৪০টার মতো বড় গাছ থেকে।
- লটকনের চারা কোথায় পাবো?
- লটকন চারার দাম
- লটকন গাছে কলম করার পদ্ধতি
- লটকনের পুষ্টিগুণ
- লটকন গাছের পাতা
যারা লটকনের চারা খুজে বেড়াচ্ছেন, তাদের জন্য এই টপিক টি উপকারে আসবে। কারন, আমাদের এলাকায় প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে লটকন বাগান রয়েছে। এবং প্রায় সবাই লটকন চারা রুপন করে, বিক্রি করে থাকে।
জেনে রাখা ভালো যে, লটকন চারা থেকে যে গাছ হয়, এর মধ্যে মেয়ে এবং পুরুষ গাছ বিদ্যমান। তাই আমাদের এলাকায় সকল চারা গাছে কলম করা হয়। এবং উন্নত জাতের গাছ থেকে ডাল কেটে এনে এই কলমটি করা হয়ে থাকে।
লটকন চারা মারা যাওয়ার সম্ভাবনা খুব কম, বাংলাদেশের সব মাটিতে লটকন গাছ জম্ন নিবে, এবং ফল ধরবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে লাল মাটির এলাকায় লটকন গাছ বেড়ে উঠে এবং ভালো সাইজ, সোনালী ও মিষ্টি ফল হয়। কিন্তু মাটি শক্ত, উচু না হলে ফল মিঠা নাও হতে পারে। চর এলাকায় লটকন মিষ্টি হয়না, হলেও ভালো রঙ ধারণ করে না। ফলে দাম পাওয়া যাবে না। তাই পাহাড়ি বা লাল মাটির এলাকায় জৈব সার দিয়ে লটকন চাষ করে লাভবান হতে পারেন।
আমার লাগানো ছোট্ট একটি লটকন চারার বাগান:
লটকনের চারা কোথায় পাবো | ভালো মানের লটকন চারা |
যারা লটকনের চারা নিতে আগ্রহী তারা, আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আমার ইমু নাম্বার দিয়ে দেওয়া হবে। সে খানে মেছেজ করে আরু বিস্তারিত ঠিকানাসহ জেনে নিতে পারবেন।
আর মনে রাখবেন, লটকন চারা নিতে হলে আপনাকে অবশ্যই নরসিংদী আসতে হবে। আশা করি নরসিংদী জেলা সবাই চিনেন।
লটকন চারার দাম বেশি না, প্রতি কলম দেওয়া লটকন চারা ২৫০- ৫০০৳ করে বিক্রি করা হয়ে থাকে।
- Tags:- লটকন চাষ পদ্ধতি
- লটকন গাছের রোগ
- লটকন গাছের কলম
- লটকন ফলের অপকারিতা
- লটকন ফুল
- লটকন গাছে কলম করার পদ্ধতি
- লটকন গাছের সার ব্যবস্থাপনা
- লটকন চারার দাম