আজকের বাচ্চাদের জন্য একটি ছোট গল্প লিখছি এটা হলো ভুতের গল্প: ভয়ানক ভুতের কাহিনী - রাক্ষুসে রানী
ছোট ছোট ছেলেমেয়েরা গল্প শুনতে অনেক আনন্দ পায়। আর সেটা যদি হয় ভয়ানক ভুতের গল্প বা কাহিনি তাহলে তো কোন কথাই নেই।
(এই গল্পের সাথে বাস্তবের কোন মিল নেই)
ছোটদের জন্য ভুতের গল্প
গল্পঃ রাক্ষুসে রানী
প্রকাশঃ ২০২০ সালে।
লিখেছেনঃ সুলতান মিজান খান।
তাহলে শুরু করা যাক,
এক দেশে ছিল একটা সুন্দরী রানী,
কিন্তু সেই দেশে কোন রাজা ছিল না, অনেক মানুষ বাস করতো, সবাই ছিল খুব সুন্দর দেখতে। একদিন রানীর রাতের বেলায় ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে জানালার কাছে আসতেই দেখে একটা বাচ্চা বাইরে বসে কান্না করছে।
আরু পড়ুনঃ ভালোবাসার বাংলা গল্প
তখন রানী এটা দেখে অনেক মায়া হয়, সে দ্রুত বাইরে গিয়ে দেখে অনেক সুন্দর একটা বাচ্চা কাদছে, যখন রানী বাচ্ছাটর কাছে যায়। সে দোড়ে আরেকটু দুরে সরে যায়। তাই রানী একটু দ্রুত তাকে ধরতে যায়। সামনেই ছিল একটি পুকুর। হঠাৎ বাচ্চাটি দৌড়ে গিয়ে পুকুরে পড়ে যায়। এবং অদৃশ্য হয়ে যায়। রানী ভাবতে থাকে বাচ্চাটি হয়তো পানিতে পড়ে গেছে।
রানী আবার সাতার জানতেন না। চিন্তায় পড়ে গেলেন, লক্ষ করে দেখলেন, পানির নিচে বাচ্চার কান্নার শব্দ হচ্ছে। রানী তখন এতটা মায়া হচ্ছিল যে, সে নিজেই পুকুরে নেমে পড়ে।
পুকুরে নামতেই রানি টের পায় কে যেন তাকে জরিয়ে ধরেছে, রানী খেয়াল করে দেখে এটাই অই বাচ্চাটা। হঠাৎ বাচ্চাটা একটা ভয়ানক পেত্নী তে রুপ নেয়। রানী ভয়ের কারনে বুবা হয়ে গিয়েছিল কথা বের হচ্ছিল না। হঠাৎ পেত্নী টা বলতে থাকে, হি হি হি , তুই কত সুন্দরী রানী, আর আমাকে দেখ, মানুষ আমাকে দেখে ভয় পায়। আজ আমি তর রুপ ধরন করবে। হি হি হি!
এভাবেই পেত্নি টা হাসতে থাকে। রানী তখন অনেক ভয়ে ভয়ে বলে, তুমি আমাকে ছেড়া দাও আমি যেন এই রাজ্যের সেবা করতে পারি।
পেত্নী তখন জুরে জুরে হাসে আর বলে, হি হি হি। তুই কি সেবা করবি?
এখন থেকে আমি নিজেই সবার সেবা করবেো।
এই বলে রানি কে পানির নিচে বন্দী করে রেখে, রক্ত খেয়ে মেরে ফেলে।
এর পর পেত্নী টা রানীর রুপ ধারন করে, রাজ্যে চলে আসে, এবং গ্রামের সুন্দর সুন্দর ছেলেদের বিয়ে করে। প্রতি রাতে তাদের রক্ত খেয়ে ফেলে। এভাবে হাজার হাজার ছেলেদের রক্ত পান করে, মেরে ফেলে। একদিন একটা ছেলেকে পেত্নী রানী বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। ছেলেটা ছিল অই রাজ্যের সব চেয়ে বেশি সুন্দর। পেত্নী টা এই ছেলেকে দেখে, মুগ্ধ হয়েছিল।
তার পর রানী সেজে যখন প্রস্তাব দিল, ছেলেটা বিয়ে করতে রাজি হলো। তখন রাক্ষুসে পেত্নীর বাসর রাতে অনেক রক্ত পিপাসা অনুভূত হয়। তখন এই পেত্নী রক্ত পাচ্ছিলো না, হঠাৎ একটা ঈদুর দেখে পেত্নী টা লোভ সামলাতে পারেনি, তখন তার বর, গোসল করছিল। পেত্নী রানী ইদুর টা ধরে রক্ত খাচ্ছে। কিন্তু তার সামি তার আসল রুপ দেখে ফেলে।
এর পর ছেলেটা ভিষণ চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা একটা তান্ত্রিক এর কাছে যায়। তখন তান্ত্রিক এসে পেত্নী টা কে বোতলে বড়ে নিয়ে যায়।
এর পর থেকে অই রাজ্যের রাজা হয় এই সুদর্শন যুবকটি। এবং গ্রামের সবাই শান্তিতে বসবাস করতে থাকে।
ছোট ছোট ছেলেমেয়েরা গল্প শুনতে অনেক আনন্দ পায়। আর সেটা যদি হয় ভয়ানক ভুতের গল্প বা কাহিনি তাহলে তো কোন কথাই নেই।
ভুতের গল্প: ভয়ানক ভুতের কাহিনী - রাক্ষুসে রানী |
(এই গল্পের সাথে বাস্তবের কোন মিল নেই)
ছোটদের জন্য ভুতের গল্প
গল্পঃ রাক্ষুসে রানী
প্রকাশঃ ২০২০ সালে।
লিখেছেনঃ সুলতান মিজান খান।
তাহলে শুরু করা যাক,
এক দেশে ছিল একটা সুন্দরী রানী,
কিন্তু সেই দেশে কোন রাজা ছিল না, অনেক মানুষ বাস করতো, সবাই ছিল খুব সুন্দর দেখতে। একদিন রানীর রাতের বেলায় ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে জানালার কাছে আসতেই দেখে একটা বাচ্চা বাইরে বসে কান্না করছে।
আরু পড়ুনঃ ভালোবাসার বাংলা গল্প
তখন রানী এটা দেখে অনেক মায়া হয়, সে দ্রুত বাইরে গিয়ে দেখে অনেক সুন্দর একটা বাচ্চা কাদছে, যখন রানী বাচ্ছাটর কাছে যায়। সে দোড়ে আরেকটু দুরে সরে যায়। তাই রানী একটু দ্রুত তাকে ধরতে যায়। সামনেই ছিল একটি পুকুর। হঠাৎ বাচ্চাটি দৌড়ে গিয়ে পুকুরে পড়ে যায়। এবং অদৃশ্য হয়ে যায়। রানী ভাবতে থাকে বাচ্চাটি হয়তো পানিতে পড়ে গেছে।
রানী আবার সাতার জানতেন না। চিন্তায় পড়ে গেলেন, লক্ষ করে দেখলেন, পানির নিচে বাচ্চার কান্নার শব্দ হচ্ছে। রানী তখন এতটা মায়া হচ্ছিল যে, সে নিজেই পুকুরে নেমে পড়ে।
পুকুরে নামতেই রানি টের পায় কে যেন তাকে জরিয়ে ধরেছে, রানী খেয়াল করে দেখে এটাই অই বাচ্চাটা। হঠাৎ বাচ্চাটা একটা ভয়ানক পেত্নী তে রুপ নেয়। রানী ভয়ের কারনে বুবা হয়ে গিয়েছিল কথা বের হচ্ছিল না। হঠাৎ পেত্নী টা বলতে থাকে, হি হি হি , তুই কত সুন্দরী রানী, আর আমাকে দেখ, মানুষ আমাকে দেখে ভয় পায়। আজ আমি তর রুপ ধরন করবে। হি হি হি!
এভাবেই পেত্নি টা হাসতে থাকে। রানী তখন অনেক ভয়ে ভয়ে বলে, তুমি আমাকে ছেড়া দাও আমি যেন এই রাজ্যের সেবা করতে পারি।
পেত্নী তখন জুরে জুরে হাসে আর বলে, হি হি হি। তুই কি সেবা করবি?
এখন থেকে আমি নিজেই সবার সেবা করবেো।
এই বলে রানি কে পানির নিচে বন্দী করে রেখে, রক্ত খেয়ে মেরে ফেলে।
এর পর পেত্নী টা রানীর রুপ ধারন করে, রাজ্যে চলে আসে, এবং গ্রামের সুন্দর সুন্দর ছেলেদের বিয়ে করে। প্রতি রাতে তাদের রক্ত খেয়ে ফেলে। এভাবে হাজার হাজার ছেলেদের রক্ত পান করে, মেরে ফেলে। একদিন একটা ছেলেকে পেত্নী রানী বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। ছেলেটা ছিল অই রাজ্যের সব চেয়ে বেশি সুন্দর। পেত্নী টা এই ছেলেকে দেখে, মুগ্ধ হয়েছিল।
তার পর রানী সেজে যখন প্রস্তাব দিল, ছেলেটা বিয়ে করতে রাজি হলো। তখন রাক্ষুসে পেত্নীর বাসর রাতে অনেক রক্ত পিপাসা অনুভূত হয়। তখন এই পেত্নী রক্ত পাচ্ছিলো না, হঠাৎ একটা ঈদুর দেখে পেত্নী টা লোভ সামলাতে পারেনি, তখন তার বর, গোসল করছিল। পেত্নী রানী ইদুর টা ধরে রক্ত খাচ্ছে। কিন্তু তার সামি তার আসল রুপ দেখে ফেলে।
এর পর ছেলেটা ভিষণ চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা একটা তান্ত্রিক এর কাছে যায়। তখন তান্ত্রিক এসে পেত্নী টা কে বোতলে বড়ে নিয়ে যায়।
এর পর থেকে অই রাজ্যের রাজা হয় এই সুদর্শন যুবকটি। এবং গ্রামের সবাই শান্তিতে বসবাস করতে থাকে।
- Tags:- ভুতের গল্প: ভয়ানক
- ভুতের কাহিনী - রাক্ষুসে রানী
- গল্পগুচ্ছ কত সালে প্রকাশিত হয়
- ছোট গল্প কত প্রকার
- কাকের গল্প বাংলা কার্টুন
- কাকের গল্প শুনবো
- কাকের গল্প পাখির গল্প
- গল্প কাকে বলে
- কাকা চড়াইয়ের গল্প
- ছোট গল্প কাকে বলে
- অনু গল্প কাকে বলে
- অতিপ্রাকৃত গল্প কাকে বলে
- কারা শিয়ালের গল্প
- ভুতের ছবি
- ভুতের গল্প
- ভুতের গল্প কার্টুন
- ভুতের গল্প পড়ব
- হাড় হিম করা ভূতের গল্প
- ভুতের গল্প ২০১১
- ভয়ংকর ভুতের সত্য ঘটনা
- সত্য ভূতের গল্প
- কারা চরাই পাখির গল্প
- কারা চড়ুই এর গল্প
- kara golpo
- কি গল্প শুনি
- কি গল্প লিখছি
- কি গল্প কার্টুন
- কি গল্প শুনে
- কি গল্প শোনাও
- কি গল্প লিখছি আমার জন্য
- কি গল্প বলব
- কি গল্প শুনবো
- কিভাবে গল্পের বই লিখতে হয়
- গল্প কিভাবে লিখে
- কিভাবে প্রেমের গল্প
- শিশুতোষ গল্প কিভাবে শিশুর সৃজনশীলতা বিকাশে সহায়তা করে
- কিসের গল্প শুনবো
- কিসের গল্প শুনবে
- রোমান্টিক কিসের গল্প
- প্রথম কিসের গল্প
- যে গল্পে ভালোবাসা নেই
- কা গল্প
- ka গল্প
- গল্প কে তুমি
- কে পাখির গল্প
- আড়ালে কে গল্প
- কে আবার গল্প
- কে বাঘের গল্প
- গল্পগুলো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন
- গল্পগুলো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছিল
- কেন ভুতের গল্প
- কেন কালো গল্প
- গল্প কেমন
- কেমন আছো গল্প
- কেমন করে গল্প হয়
- কোথায় ভুতের গল্প