এখানে পাবেন বাংলা ভালোবাসার নতুন কবিতা | ৬ টি সেরা মেয়ে পটানোর কবিতা | লিখেছেন মিজান খান
নতুন এবং সর্বকালের সেরা ৬ টি মেয়ে পটানো কবিতা লিখে দিলাম। সব গুলো কবিতা মিজান খান এর নতুন ডায়েরি থেকে সংকলন করা হয়েছে।
আমি জানিনা
=============
মনে চায় নিরবে নির্জনে বাধিবার,
এক ভালোবাসার ঘর।
যেথায় তুমি আর আমি ছাড়া,
অচেনা সবাই হবে পর।
হাজারো মানুষের ভিড়ে,
এটা কি শুধু সপ্নই আমার?
পুরন হবে কবে জানা নেই।
তুমি না ডাকিলে আমি নিরব,
ভালোবাসা বলো কাকে দেই?
ভ্রমরের মতো পিছনে তুমার,
ঘুরতে আমার কতো লজ্জা!
তবে কি ফুলের মধু পাবো না?
নাকি কখনোই খাবো না, জানিনা।
হ্যা প্রিয়, ভালোবাসার কমতি নেই,
মনে শুধু ভিষণ লজ্জা....
কি করে ভাঙিবে কেমনে হবে ফুল-সজ্জা?
জানি না তা জানি না.....
--------------------মিজান খান।
আমি জানি না ২
===============
হৃদয়ের কথা গুলো,
ভাবে তুমাকে সারাক্ষণ।
জানি না তুমি কি ভাবো,
নাকি মিছে এ ভুবন।
কেমন হিংসা জানি না,
তুমাকে ব্যস্ত চায় না মন।
কষ্ট চারিদিকে মনে হয়,
তুমি ব্যস্ত যখন।
জানি না প্রিয় আমি জানি না,
কেন তুমাকে এতো সময় দিতে চায় মন।
তুমি তো ব্যস্ত ভিষণ, অযথাই কি অনুসন?
আমারও কাজ আছে ভিষণ।
জানি না প্রিয় জানি না আমি,
তবুও তুমার পিছনেই আমার এত কাজ!
এটা কি দুর্বলতা নাকি ভালোবাসা?
বুজে নিও তুমি, খুজে নিও আশা!
ভেঙে দিও আমার যতো লাজ।
------------------মিজান খান।
Let's Start, Again....
ভালোবাসার ফুলের কলি
====================
কি করে বলি আমি,
কি করে যে বলি!
তুমি হইলা ভালোবাসার,
ফুটন্ত এক কলি!
সেই কলিতে নজর আমার,
সত্যি কথা বলি?
ভালোবাসি তুমায় আমি,
হয়ে যাক তালি......
ভালোবাসার পেরা
====================
চলে বাড়ি রেল গাড়ি,
মাঝে মধ্যে কেড়া.....
ভালোবাসা সত্যি হলে,
বাড়ে শুধু পেরা....
প্রেমের নেশায় পড়ে আজ,
মাল হয়েছে খালি!
পকেট খালি মাল খালি,
একথাটাই বলি......
প্রেমের মধু
=============
লাউ ধরেছে গাছে,
পাছে কিছু লোকে বলে তা কধু!
প্রেমে যাওয়ার একটু আগেই,
ছিল কতো মধু!
কোথায় গেলো এতো মধু?
খেয়ে নিলা তুমি?
তুমার পেট বড় হলো,
হালকা হালকা বুমি?
শেষ করলা তুমি আমায়,
শেষ করলা তুমি!
মেয়ে পটানোর কবিতা ২ by Mizan Khan:-
ছুয়ে দেখিনি চাহিয়া কি রুপ তুমার!
তবুও অনুভূতি ডাকিয়া কহিলেন,
স্পর্শ বুঝি কোমল? হৃদয়ের ঘরে কে তুমি?
কি তুমার রহস্য ? বুজিয়া কহিলাম,
কষ্ট বুঝি পুজি? দুরত্ব হলেই খুজি!
আঙুলে রাখিয়ো আঙুল, প্রভাতে
রজনী রাতে হাটবো আমিও প্রিয়..............
স্পর্শ বুঝি কোমল? হৃদয়ের ঘরে কে তুমি?
কি তুমার রহস্য ? বুজিয়া কহিলাম,
কষ্ট বুঝি পুজি? দুরত্ব হলেই খুজি!
আঙুলে রাখিয়ো আঙুল, প্রভাতে
রজনী রাতে হাটবো আমিও প্রিয়..............
--------------------------------মিজান খান
আশা করি, মেয়ে পটানোর ৬ টি বাংলা কবিতা ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।