EtoTa din Eto Bochor Dhore Lyrics (এতোটা দিন এতো বছর ধরে) by Sonu Nigam
EtoTa din Eto Bochor Dhore Lyrics in bangla (এতোটা দিন এতো বছর ধরে) Sonu Nigam
হো এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে,
তুমি তো খুব সহজেই
ভালবাসা দিলে জলাঞ্জলি
বল তো এখন আমি
দুঃখ গুলো কারে বলি
ভালবাসার এ আগুনে পুড়তে হবে তিলে তিলে,
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে,
তুমি তো মন ছুঁয়েছ
মনের মাঝে দিয়ে সপ্ন আসা
বল তো কেমন করে
ভুলব তোমার ভালবাসা
বেচে থাকার আসাগুলো
কেন তুমি কেরে নিলে,
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে,
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে....
Lyrics in English:
Ho Eto Ta din eto bocor dhore
Je sopno niye ami beche achi...
Tumi kemon kore tomi kmn kore,
Son ayojon Venge dile.....benge dile...
The End.