কাগজের ফুল বানানো শিখুন

চলুন শিখি কাগজ দিয়ে ফুল বানানো-Kagoj diye ful Bananor upay

আজকে দেখাবো কাগজের ফুল বানানো - অর্থাৎ কি ভাবে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল বানাবেন, তাই এই ব্লগ থেকে জানতে পারবেন।     

আমরা শিখব কাগজ দিয়ে গোলাপ ফুল বানানো পদ্ধতি:    
কাগজের ফুল বানানো শিখুন
কাগজ দিয়ে গোলাপ ফুল - Kagoj diye golap ful    

কাগজের ফুল বানাতে কার না ভালো লাগে?
বিশেষ করে মেয়েদের খুব সখ রয়েছে, যে তারা বাড়িতে বসে বসে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল বানাবে এবং তা ঘরে সাজিয়ে রাখবে। 


মেয়েরা এগুলো খুবই পছন্দ করে থাকে। মেয়েদের মনে কৌতহলের শেষ নেই। 

তাহলে শুরু করা যাক:

কাগজের ফুল বানানোর উপায়:

  • কাগজের ফুলের ডিজাইন
  • কাগজের ফুল তৈরি করা
  • কাগজের ফুল বানানোর পদ্ধতি
  • কাগজের ফুল বানানোর কৌশল
  • কিভাবে কাগজের ফুল বানাতে হয়
  • কাগজের ফুল বানানো ভিডিও
  • কাগজের গোলাপ ফুল বানানোর পদ্ধতি
  • কাগজের শাপলা ফুল বানানোর নিয়ম
  • কাগজের ফুল ছবি
  • সাদা কাগজের ফুল বানানো
  • নতুন।ফুল।বানানো
  • ফুল বানানো শেখা
  • কাগজের ফুল বানানোর নিয়ম
  • কাগজের ফুল বানানোর পদ্ধতি
  • কিভাবে কাগজের ফুল বানাতে হয়
  • কাগজের ফুলদানি
  • কাগজের ফুল কবিতা
  • কাগজের গোলাপ ফুল বানানো
  • কাগজ ফুল
  • কাগজের তৈরি জিনিস ফুল
  • ফুল বানানো শেখা
  • কাগজের ওয়ালমেট
  • নতুন।ফুল।বানানো
  • হাতে বানানো ফুল

আসুন জেনে নিই কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরির পদ্ধতি

উপকরণ : হ্যান্ডমেইড কাগজ, ফ্লোরাল টেপ, স্কচটেপ, আঠা, বাঁশের চিকন কাঠি, কাঁচি, পেনসিল।

পদ্ধতি : যে কালারের ফুল তৈরি করবেন সেই রঙের কাগজ নিন। গোলাপ ফুলের পাপড়ির আকার অনুযায়ী আকৃতি কাগজে পেনসিল দিয়ে আঁকুন। 

এবার সাবধানে কাঁচি দিয়ে কেটে ফুলের পাপড়িগুলো বের করে ফেলুন। লাল কাগজ চারকোনা করে কাটুন এবং মুড়িয়ে এবং আঠা মাখিয়ে বৃন্তের আকার দিন।

ফুলের পাপড়িগুলো বৃন্ত ঘিরে আঠা দিয়ে চেপে চেপে লাগান। গোড়া মজবুত করতে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে নিন। 

ফুলের পাপড়িগুলোর চারপাশে একটু ভাঁজ করে হাত দিয়ে চেপে দিন যাতে কাটা অংশ খুব বেশি বোঝা না যায়। এবার সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করুন। 

কালো মার্কার দিয়ে পাতার শিরা-উপশিরা আঁকুন। পাপড়ির মতো পাতারও চারপাশে কাগজ ভাঁজ করে দিন। এবার বাঁশের কাঠিতে ফ্লোরাল টেপ প্যাঁচান। 

এমনভাবে প্যাঁচান যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। কাঠির মাথায় এবং কিছু দূর পর পর ফুল বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। 

পাতাগুলো মাঝ বরাবর হালকা ভাঁজ করুন। এরপর ফুলের মাঝে মাঝে পাতা বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। এভাবে কয়েকটি স্টিক তৈরি করে ফুলদানীতে রেখে ঘরে সাজিয়ে রাখুন। 

স্টেশনারি দোকানগুলোতেই পেয়ে যাবেন কাগজের ফুল তৈরি সব উপকরণ। একই পদ্ধতিতে কাপড়ের ফুলও তৈরি করে ঘর সাজাতে পারেন।

আশা করি চেষ্টা করলে মনের মতো গোলাপ ফুল তৈরি করতে পারবেন।

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখুন:-

ভিডিও -০১

গোলাপ ফুুুল বানানো ভিডিও - ০২


ভিডিও নাম্বার - ০

  

 

আরু নতুন যেকোনো ফুল কাগজ দিয়ে বানানো শিখতে চাইলে আমাদেরকে মেইল করুন।      

ধন্যবাদ সবাইকে।