GP Internet Setting (জিপি ইন্টারনেট সেটিংস) Grameenphone internet settings in 2021
Gp internet setting ইন্টারনেট চালানোর জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। গ্রামীণ সিম বা GP sim এ কনফিগারেশন নামে একটা জিপি সেটিং আছে। এটা বেশিরভাগ ফোনে অফিস থেকে এনে ইন্সটল করে নিতে হয় অথবা এই সেটিংস টা মেনুয়েলি নিজে নিজে ও করে নেওয়া যায়।
তো আমরা জামেলায় যেতে চাই না, তাই নিজের হাতেই কিভাবে জিপি ইন্টারনেট সেটিং ঠিক করা যায় সেই বিষয়ে সরকারি কথা বলি।
প্রথমে আপনার ফোনের সেটিংস এ যাবেন, এরপর নেটওয়ার্ক থেকে Mobile Network এ প্রবেশ করবেন। তারপর আপনি Access Point Name নামে একটা সেটিং পাবেন।
GP Internet Setting (জিপি ইন্টারনেট সেটিংস) Grameenphone |
access point name এ ক্লিক করে, New Apn এ ট্যাপ করুন। এরপর প্রথম Name এর জায়গায় Gp Internet দিয়ে APN এর জায়গায় খেয়াল করে দিবেন gp-internet
এরপর এটা সেভ করে টিক মার্ক করে দিয়ে ডাটা অন করে ইন্টারনেট চালানো শুরু করে দিন।
জিপিতে ইন্টারনেট চালানোতে আর কোন বাধা থাকবে না।
GP internet setting in English
Gp internet setting is a very necessary thing to run the internet. Grameenphone SIM or GP sim has a GP setting called Configuration. It has to be installed on most phones from Office or these settings can be done manually.
So we don't want to go to Jamela, so we talk about how to fix GP internet setting by hand.
First go to your phone's settings, then enter Mobile Network from the network. Then you will get a setting called Access Point Name.
Click on access point name, tap on New Apn. Then you will notice gp-internet in place of APN with Gp Internet in place of first name
Then save it, tick it, turn on the data and start running the internet.
There will be no more obstacles in running GP internet.
ধন্যবাদ সবাইকে।