Nagad Mobile Banking Savings Rate | How much profit will you get if you keep how much money? নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার | কত টাকা রাখলে কত মুনাফা পাওয়া যায় ?
নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার | কত টাকা রাখলে কত মুনাফা পাওয়া যায় ? |
কত টাকা রাখলে কত মুনাফা পাবেন?
নগদে আপনার টাকার পরিমানের উপর মুনাফা পাবেন যেমন
০ থেকে ১০০০.৯৯ টাকা থাকলে মুনাফা ০%
১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা থাকলে মুনাফা পাবেন ৫%
৫০০১ টাকা থেকে ৩০০০০০ টাকা থাকলে মুনাফা পাবেন ৭.৫%
এটি বাৎসরিক হিসাব কিন্তু তারা আপনার প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দিবে এখন আসি কিভাবে হিসাব করবেন ধরুন আপনার নগদ একাউন্টে ১০০০০ টাকা আছে তার মানে আপনি প্রতি বছর ৭.৫% পাবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী তাহলে
১০০ টাকায় আপনি পাবেন সতকরা ৭.৫ টাকা বছরে
তাহলে ১ টাকায় আপনি পাবেন হিসেবে = ০.০৭৫ টাকা।
তাহলে ১০০০০ টাকায় আপনি পাচ্ছেন হিসেব = ৭৫০ টাকা।
এখন ক্লিয়ার ১০ হাজার টাকায় আপনি প্রতি বছর মুনাফা পাবেন ৭৫০ টাকা এখন আপনি প্রতি মাসে কত টাকা পাবেন?
১২ মাসে ৭৫০ টাকা হলে ১ মাসে কত টাকা হবে?
হিসেবে = ৬২.৫ টাকা
মানে ১০ হাজার টাকা আপনার নগদে থাকলে আপনি প্রতি মাসে পাবেন ৬২.৫ টাকা করে মুনাফা এভাবে আপনি যত টাকা রাখবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে আপনাকে প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দেয়া হবে।
Also Read: Teletalk Balance Check | টেলিটক ব্যালেন্স দেখার উপায় ২০২১ | Code