শ্রেষ্ঠ বানী চিরন্তনী

শ্রেষ্ঠ বাণী চিরন্তনী

* আমি ধন দেখিয়া তােমাকে সমাদর করিব না, বাহুবলের জন্য তাােমাকে সম্মান-



করিব না, কেবল মন দেখিয়াই পুজা করিব।

ডাঃ লুৎফর রহমান

* একজনমাত্র সাহসী ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সমতুল্য। 

-এন্ জ্যাকসন

* পথিবীতে জনমতনির্বিশেষে তিনটি জিনিস সব মানুষকে প্রতিনিয়ত আকর্ষণ

করে চলে। তা হলঃ

(ক) যৌনসম্পর্ক। নর-নারীর যৌনসম্পর্কিত বিষয়।

(খ) বিষয়, সম্পদ, অর্থ।

(গ) ধর্ম বা ধর্মীয় বিষয়মূলক চেতনার বিশ্নেষণ।

* আমি মানুষের সঙ্গ পছন্দ করি; তাই নিজেকে দুবেধ্য করে তুলতে চাই না।

-ডেল কানেগি

* সময় এবং পরিবেশ মানুষের দৃষ্টিকে প্রসারিত করে।

* সুস্থ চিন্তা নিয়ে অসুস্থ সমাজে বাস করেও তৃপ্তি আছে।

* বৃদ্ধবয়সের জীবনদান অনেক বেশি রহস্যময়।

স্যামুয়েল লাডার

* হিংসুক ব্যক্তি তিন প্রকার কষ্টে নিপতিত হয় ও আত্মদহন, মানুষের ঘৃণা এবং আল্লাহর গজব।

* মানুষের মনটা মাটির মতাে, কিন্তু তা থেকেই ক্রমশ অদ্ভুত এবং সুন্দরতম জিনিস আসে।

ডব্লিউ, জে, টারনার

* ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রতিটি মানুষের জীবনেই আনন্দ আনে।

* কোনাে মহৎ লােকের জীবন বৃথা যেতে পারে না। ইতিহাস তাকে পূর্ণ মর্যাদা দান করবে।

* অতিরিক্ত পরিশ্রম জীবনে পূর্ণতা আনে সত্যই, কিন্তু আয়ুকে খর্ব করে।

* তােমরা পিতৃ-পিতামহের তাঁবুতে পড়ে থেকে নিদ্রা যেয়াে না। পৃথিবী এগিয়ে চলছে, তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাও।

* সন্দেহপ্রবণ মন সবসময় পাথরের মতাে ভারী থাকে। -ফ্রান্সিস কোয়ারলেস

* দুনিয়ার সব মানুষ মাটির ভাষায় কথা বলে।

* সমাজসেবার নামে মানুষকে ঠকিও না, এর চেয়ে বড় অন্যায় নেই।

মানুষ একই রকম থেকে যায়। 

* মানুষ কদাচিৎ একই সঙ্গে সৌভাগ্য ও শুভবুদ্ধি আশীর্বাদস্বরূপ লাভ করে।

* অন্যের কল্যাণ করবার সময় অন্তরে বিশ্বাস রেখাে যে, তুমি নিজেরই কল্যাণ সাধন করছ।

* সঙ্গী-সাথিরা খারাপ হলে অপরাধপ্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

* হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে, যেভাবে মরিচা লােহাকে ধ্বংস করে।

-ইবনুল খাতিব।

ধন্যবাদ।