শ্রেষ্ঠ বাণী চিরন্তনী | ইসলামিক শিক্ষনীয় কথা
শ্রেষ্ঠ বাণী চিরন্তনী | ইসলামিক শিক্ষনীয় কথা |
শ্রেষ্ঠ বাণী চিরন্তনী
❣️ অজ্ঞদের মরার আগেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা, তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর ।
—হযরত আলি (রাঃ)
❣️ বুদ্ধিমানেরা কোনাে কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে-সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে ।
—হযরত আলি (রাঃ)
❣️ যার বুদ্ধি নেই, তার থেকে কৃতজ্ঞতার আশা কোরাে না।
–হযরত আলি (রাঃ)
❣️ কারও কিছু জিজ্ঞাসার জবাব জানা না থাকলে আমি জানি না এ কথা বলতে
লজ্জাবােধ করাে না।
—হযরত আলি (রাঃ)
❣️ ধনের মালিকরা প্রায়ই বখিল হয়। তারা মানুষকে পর করে দেয়। কিন্তু জ্ঞানীরা মানুষকে মহব্বত করেন।
—হযরত আলি (রাঃ)
❣️ জ্ঞানী ব্যক্তি সর্বদা চিন্তান্বিত থাকে। জ্ঞানের অর্ধাংশ ধৈর্য আর অর্ধাংশ ঔদার্য।
—হযরত আলি (রাঃ)
❣️ সাধক হবার আগে বিদ্যাশিক্ষা করাে।
—হযরত ওমর ফারুক (রাঃ)
❣️ আহাম্মকের কথায় প্রতিবাদ কোরাে না; শেষে তুমিই আহাম্মক সেজে যাবে ।
—হযরত সােলায়মান (আঃ)
❣️ গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না ।
—রবীন্দ্রনাথ ঠাকুর
❣️ ছাত্রজীবনের মতাে মধুর জীবন আর নেই। এ কথাটা বিশেষ করে বােঝা যায় তখন, যখন ছাত্রজীবন অতীত হয়ে যায় ; আর তার মধুর ব্যথাভরা স্মৃতিটা একদিন হঠাৎ অশান্ত জীবনযাপনের মাঝে ঝকঝক করে ওঠে।
–কাজী নজরুল ইসলাম
❣️ মূর্খের সঙ্গে বন্ধুত্ব কোরাে না, সে তােমার উপকারের চেষ্টা করে তােমার ক্ষতি করে বসবে।
—হযরত আলি (রাঃ)
বানী গুলো এ. কে. পাল এর সম্পাদনা করা "বানী চিরন্তনী" বই থেকে সংগ্রহ করা হয়েছে।
আরু পড়ুনঃ