আজকে আপনাদের দেখাবো কি ভাবে ব্লগারে Domain Set-up করতে হয়। অনেকেই Blogger সাইটে Custom Domain Save করতে ব্যর্থ হয়ে থাকেন। এর জন্যই আজকে ব্লগার কাস্টম ডোমেইন সেট-আপ নিয়ে একটি পরিপূর্ণ টিউটোরিয়াল তৈরি করছি।
How to Add Blogger Custom Domain in Bengali
আমরা Blogger.Com এ যখন একটা ওয়েবসাইট বানিয়ে নেই, তখন ব্লগার সেটিংস এ কিছু কাজ করতে হয় সব কাজ শেষ করে আমারা যখন একটা Domain কিনে নেই, তখনই আমাদের ব্লগে ডোমেইন টি সেভ করতে হয়৷ Blogger এ Domain Save করার ছোট্ট কিছু নিয়ম রয়েছে, যা নতুনরা বুঝে উঠতে পারে না৷
আরও পড়তে পারেন: Outsourcing - আউটসোর্সিং কিভাবে শিখব
তাই আজকে এই সমস্যা টির সহজ সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম।
Blogger Setting থেকে কাস্টম ডোমেইন সেট-আপ করতে যা যা করতে হবে তা লিখে বুঝানো সম্ভব না, তাই ভিডিও টিউটোরিয়াল আকারে দিয়ে দিলাম। নিচে থেকে ভিডিও টি দেখে আপনি সহজেই আপনার ব্লগার সাইটে Paid Domain সক্রিয় করতে পারবেন।