চিন্তিত মন হৃদয়ে কষ্ট বিষণ
😍 Bengali Love Poem By Mizan Khan in 2022
✍️ অনেকদিন পর মন থেকে চেষ্টা করলাম একটি অনুভূতির কবিতা লেখার জন্য। তাই আজ আপনাদের শেয়ার করবো একটি কষ্টের, রোমান্টিক ভালোবাসার কবিতা। মানুষের জীবনের অনুভুতি থেকে কবিতা আসে। আমি আমার থেকে চেষ্টা করেছি। কবিতার নাম "চিন্তিত মন" লিখেছেন মিজান খান।
👉 কবিতাটির আরেকটি নাম রয়েছে সেটি হলো "মায়াজাল"
তাহলে নিচে থেকে পড়ে নিন ভালো লাগলে নামসহ কপি করতে পারেন।
ধন্যবাদ।
চিন্তিত মন
চিন্তিত মন হৃদয়ো কষ্ট বিষণ,
একা থাকা যে কি কঠিন।
অশান্ত প্রাণ ধরেছে মরারো ভাণ,
জীবনো মানে না তার রুটিন।
বিষন্ন আবেগো বহু অতৃপ্ততা,
ঘিরে রেখেছে কোঁয়াশা।
স্নিগ্ধ সুষমায় ছুটে চলা মেঘে,
তাকিয়ে দেখি সবধোঁয়াশা।
মায়াজালের ফাঁকে কৌশলে কে ডাকে!
তুমি কোন প্রজাতির পাখি?
ভিতরে নিবিড় নজর রেখে দেখি,
বাহিরে ভীতুময় দু- আঁখি।
অবহেলিত পঞ্চচূড়ায় তুমি চিন্তামগ্ন
হেলায় হারাচ্ছ সময় বসে।
দুয়ারে বসিয়া ভাবনার সামুদ্রিক মাছ
ভাজি করিয়া খাও কিসে!
--------------------------Mizan Khan
2022 কবিতাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আবারো ধন্যবাদ সবাইকে।